মরণের কোলে বসে আছি আজ,
শিরা-উপশিরায় মৃত্যুর স্বাদ;
ফুসফুসে আর ধমনীতে বহে
শূন্যের মতো ঘোর অবসাদ।


চারিদিকে জ্বলে ভয়-হুতাশন,
পুড়ে যায় সব হৃদয় ও হাড়;
তবুও, কমে না পাপের চাহিদা,
শরীরের যত লোভ-সম্ভার।


আলুথালু বহে বসন্ত বায়ু
চলছে কোথায় শহরে ও গ্রামে?
সব নির্বোধ-পতঙ্গ সম
ঝাঁকে ঝাঁকে মরে আল্লার নামে!


আর কতদিন কাটবে জীবন
স্বপ্নবিহীন পরাভব ঘরে?
মরণ-জীবাণু কতদিন রবে
পৃথিবীর এই পথে-প্রান্তরে?


০৪/০৭/২০২০
মিরপুর, ঢাকা।