পূর্ণিমারাতে সমুদ্র যেমন আবিষ্ট
করে বিশ্বচরাচর; মোহিনী শক্তিতে
জ্যোতির্ময়ী হয়ে উঠে চন্দ্রকরোজ্জ্বলে;
তেমনই প্রিয়তি তুমি, নীলসমুদ্রের
তরঙ্গভঙ্গপ্রক্ষিপ্ত ফেনার মতোন,
সফেন-উজ্জ্বল হয়ে আবিষ্ট করেছো
অনন্ত ভালোবাসায় বিরহকাতর
এই প্রাণ। যতোবার তোমার সম্মুখে
যাই, অনন্তসমুদ্র দেখিতে যে পাই।


কী মোহিনী শক্তি ধরে আছো, বিকশিত
হৃদয়ের অভ্যন্তরে! শয়নে, স্বপনে,
জাগরণে অপরূপ চিত্রপট জেগে
কামনারহিত প্রাণে; নিটোল চেতনে।
অলকবালিকা তুমি, মর্ত্যের প্রিয়তি,
যৌবনবতী শোভায় ভাসালে আমায়।


০৮/১১/২০১৯
বান্দরবান।