ফগার মেশিন ধোঁয়া দিলো এই কিছুক্ষণ আগে,
মশা মারার ওষুধ ছিটায় সিটি কর্পোরেশন;
তাই, বুঝি ওই মশক জাতি ফুঁসছে ভীষণ রাগে!
ঝাঁকে ঝাঁকে বেড়িয়ে এলো করতে যে দংশন।


লুকিয়ে থাকা মশারা সব দলে দলে এসে,
হঠাৎ করে ঘরদোর সব দখল করে নিলো;
চোখ পিঁটিয়ে, দাঁত খিঁচিয়ে উড়ছে রঙ্গরসে,
ছেলে-মেয়ে, নাত-নাতনী সঙ্গে নিয়ে এলো।


গুণগুণিয়ে গান গেয়ে যায় আরো বেশি জোরে,
সুস্থভাবে চিন্তা-ভাবনা করার সুযোগ নেই;
জঙ্গল ছেড়ে আসছে তারা পরিপাটি ঘরে,
তাই বুঝিবা অতিষ্ঠ প্রাণ হারিয়ে ফেলি খেই।


আগে ছিল একটা দুইটা, এখন দলে ভারী,
মশার জ্বালায় ঝালাপালা কী করতে পারি?
বলছে মশায় হেসে,
'হারাবো না আমরা কভু সোনার বাংলাদেশে'!


২২/১২/২০২২
মিরপুর ঢাকা।