কবিতার পোনাগুলো ঝাঁকে বেঁধে চলে
মনের পুকুরে, তারা লাফঝাপ দেয়
অবিরাম; ভাবি মনে মনে, ছন্দ-জালে
ধরবো না আর তারে। বলেছে বন্ধুরা-
ছন্দের কথায় ছড়া-কলা হয় শুধু,
শুদ্ধ কবিতা হয় না আধুনিক কালে।  
তাই, কবি ঝঞ্ঝাবর্তে অসহায় হয়ে
উপমার উৎপ্রেক্ষার চিত্রকল্প আঁকে।  


কবিতার ভালোবাসা, উচ্ছ্বাসী জীবনে
কবিতা-লেখক খুব পাওয়া যায়; তবে,
কবি পাওয়া খুব ভার, ভীষণ কঠিন।
দু'কলম লিখে তারা ইনিয়েবিনিয়ে,
পৈতৃক নামের পূর্বে 'কবি' লিখে যায়।
যেন, ময়ূরপুচ্ছে কাক; কী যে চমৎকার!


১৪/১১/২০১৮
মিরপুর, ঢাকা।