জীবনের মদ্য নিত্য করেছিলে পান,
আর আমি করেছি যে সত্যের, চিন্তার;
জীবনকে ভোগ করে গেছো নৃত্য-গীতে
আমি বাজিয়েছি দোতারার তিন তার।


তোমার জীবন ছিলো বড়োই জটিল,
সুখের চারণভূমি ঘন অন্ধকারে!
সুখ খুঁজে গেছি আমি কবিদের মতো,
পথে-প্রান্তরে আজও গাঁথি ছন্দটারে।


আশ্চর্য আনন্দধারা করেছো কামনা
জল-কাঁদা, ধুলিময় পৃথিবীর মাঝে,
মৃত্যুর মোহিনী ফাঁদ বিশাল বিস্তৃত
এই সত্য চিরন্তন, নিরন্তর বাজে।


০৪/০১/২০১৯
মিরপুর, ঢাকা।