কবির কখনো মৃত্যু হয় না ভবে;
অজর কবিতা ভালোবাসা নিয়ে
        জেগে রয় উৎসবে।
কবির শরীর সমাহিত হয় শুধু,  
        মৃত্যু হয় না তাঁর,
বেঁচে থাকে কবি সকল অসম্ভবে;
কালের বারতা পৃথিবীতে, কবি
        ঈশ্বর-অবতার।


জাগরণী গানে যুদ্ধের মাঠে
        কবির কণ্ঠস্বর
সাহস যোগায়; আলোর মহিমা
        ছড়ায় নিরন্তর।
বেলা ডুবে গেলে রাত্রির শেষে
        আবার সূর্য উঠে,
বাতি হয়ে জ্বলে কবির কবিতা
        জীবনের করপুটে।


অমর কবিতা বেঁচে থাকে চিরদিন,
রূপে রসে ভাবে মানুষের মনে
        বাজায় প্রেমের বীণ।
মৃত্যুঞ্জয়ী কবির ভাবনা
        সুধার সারাৎসার,
যে করেছে পান সাধনায় অনুদিন;
বেঁচে রয় তিনি মানুষের প্রাণে
        অমলিন, অবিকার।


১৭/০৫/২০২২
মিরপুর, ঢাকা।