আজ সময়ের ঘড়ি দিচ্ছে জানান কালের পরিক্রমায়,
হে মহানায়ক, বঙ্গবন্ধু! আপনি এসেছেন এ ধরায়
একশ বছর আগে,
মনোরম পৃথিবীর পুষ্পবাগে।
অন্ধকারে ঢাকা ছিলো বাংলাদেশের আকাশ,
আলোর প্রদীপ জ্বেলে বাঙালির ঘুমন্ত অন্তরে
মুক্তির বারতা আপনিই করলেন প্রকাশ।
বাঙালি-জাতির পিতা শেখ মুজিবুর রহমান!
ইতিহাসে চিরঞ্জীব থাকবেন, আনন্দে উৎসবে,
প্রেরণায়, চেতনায়; আপনি রবেন শাশ্বত-অম্লান।
মুজিব মানেই বাংলাদেশ,
আপনার জীবনের বিদগ্ধ আবেশ।


১৭ মার্চ, ২০২০
মিরপুর, ঢাকা।