জেগেছে      তরুণ দলে,
বুকে তার     বারুদ জ্বলে;
                জোয়ার জলে
         উঠছে ফুঁসে ন্যায়ের নীতি।
সে এবার     গাচ্ছে যে গান,
চেতনে         প্রলয় বিষাণ-
                 সৃষ্টির তান
          প্রবল বাজে জয়ের গীতি।


মানুষের       ঘোর বরাভয়,
নবীণের       হবে রে জয়
                 জগতময়,
          বিজয়গীতি উঠবে বেজে।
সকলের       আশাখানি,
ধরেছে        এবার টানি;
                জীবনঘানি
          ভেঙেছে রে বিপুল তেজে।


কে আছিস      একলা ঘরে?
লাথি মার       বন্ধ দোরে-
                  আয় বাহিরে,
          অসুর নীতি ভেঙে দিতে।
সময়ের         কঠিন ডাকে,
নেমে আয়     পথের বাঁকে
                  ঝাঁকে ঝাঁকে,
          শুদ্ধ চেতন অভয় চিতে ।


মরণের      ভয়ে যারা,
ঘরে রয়     আকুল পারা!
               জীবন সারা,
          পথের পাশে পড়েই রবে।  
দাবাতে     পারবে না যে
বলেছে,    শেখ মুজিবে,
               ধ্বংস হবে
          অত্যাচারী যতোই ভবে।
  


০৯/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।