ইটের খাঁচাতে বন্দি নাগরিক প্রাণ
ছটফঠ করে মরে; করে আনচান।
বৃক্ষছায়া নেই, নেই হৃদয়স্পন্দন;
মানুষের মাঝে শুধু স্বার্থের বন্ধন
খেলা করে, নিরন্তর; সর্বগ্রাসী হয়ে,
দয়ামায়াহীনভাবে কঠিন হৃদয়ে।
বলে, 'দাও ফিরে সে অরণ্য', হে সভ্যতা!
অন্তর বিদীর্ণ করা উচ্চকিত কথা।
প্রস্তরপিঞ্জরে বন্দি নিরাপত্তাহীন,
গ্লানীময় কূটকাল কাটে নিশিদিন।
স্বাধীনতা চাই আজ পক্ষ মেলিবার,
বক্ষ জুড়ে শক্তি চাই আকাশে ওড়ার।
চাই মায়া, চাই প্রেম, অমর অন্তর,
ভেঙে যাক চুরমারে কৃত্রিম নগর।


১৭/০৪/২০২২
মিরপুর, ঢাকা।