মূল্যবোধের ধ্বজাটি আজ উঁইপোকাতে যাচ্ছে খেয়ে,
বিপন্ন আজ মানবতা মরণ-ধ্বংস আসছে ধেয়ে।
জোচ্চুরি আর ধান্দাবাজি, সন্ত্রাসেতে যাচ্ছে ভরে,
কর্মোদ্যোগী মানুষেরা বন্দি হচ্ছে রুদ্ধ ঘরে।


চাটুকারের ধূর্ততাতে কার্যসিদ্ধি করছে যারা,
জনারণ্যে লজ্জাহীনের যুক্তি দেখায় এখন তারা।
এর বিহিত করতে হবে, লড়তে হবে এইতো বুঝি,
স্বপ্নগুলো জাগিয়ে দিতে চেতনবিদ্ধ সুজন খুঁজি।


ক্ষুধার জ্বালায় মুক্তি-খোঁজে ক্ষুধিতরা দিচ্ছে ফাঁসি,
অন্যদিকে ডাস্টবিনেতে খাবার ফেলে রাশিরাশি।
প্রাণের ভেতর ছাপ মেরে নাও মুল্যবোধের উল্কিটারে,
সূর্যোদয়ের কর্মযজ্ঞে জ্বালাও মনের ফুলকিটারে।


রক্তাক্ত দেশটিকে আজ বাসবো ভালো পরাণ দিয়ে,
মুক্তি দিতে মানুষেরে এগিয়ে যাবো মনন নিয়ে।


২৩/০৭/২০২০
মিরপুর, ঢাকা।