এখনো সাজিয়ে রাখি কল্পনায় নিখুঁত তোমাকে
নিঃশ্বাসের উষ্ণতায়, অতীতের প্রত্যেক ছবিতে,
উপলব্ধির ভেতরে; চেতনার কলমের ঠোঁটে
প্রতিদিন কেঁদে উঠে অপার্থিব হৃদয় আমার।
দুর্বোধ্য নির্মম কষ্টে প্রতি ভোরে, প্রত্যেক সন্ধ্যায়
সুখের প্রার্থনা করি- অন্তহীন সুখ ঝরে যাক
তোমার ললাট বেয়ে, কাকচক্ষু পুকুরের জলে
গ্রীষ্মের স্তব্ধ দুপুরে ছুঁয়ে যাক বিহ্বল অন্তর।


যদিও গিয়েছো চলে চেতনহীন মানুষের সনে,
যে সব মানুষ খোঁজে সুখছোয়া মনুষ্যত্বহীন,
কাম ও অর্থের সুখ চায় নিরন্তর অঙ্গে অঙ্গে;
নিঃসঙ্কোচে চলে গেলে তুমি এক অদ্ভত আঁধারে!
অপরিচিতের ঘরে তুমি আছো নির্বিকার হয়ে,
তার চাদরে, বালিশে, আলোছায়া ভালোবাসা নিয়ে।


০৫/১০/২০১৮
মিরপুর, ঢাকা।