নামাজ পড়ো, ও ভোলা মন
দিল-কাবাকে লক্ষ্য করে,
নাইরে খোদা, নাই রে মাবুদ
পাথরের ঐ কাবাঘরে।
অহংবোধের যতো কালি
পুড়িয়ে দাও, করো ছালি
হও রে ও মন ধুলোবালি
লুটিয়ে রও পথের 'পরে।
হজরে আসওয়াদ পাথরের
নাইরে গুণ পাপমোচনের
আত্মশুদ্ধি করো বৃদ্ধি
ক্ষয় হবে পাপ তোরই মনের।
সেজদাতে হও অবনত
দিলকে করো শুদ্ধ-পূতঃ
ফকির গাউস কুতুব কতো
কান্দিতেছে জারে জারে।
ভেবেচিন্তে কয় কবীরে
ডুবাইও না তরীটিরে
ভিড়তে চাইলে মোক্ষ তীরে
অগ্নি জ্বালাও লোভের ঘরে।


১০/১০/২০২১
মিরপুর, ঢাকা।