ওই মাইয়ারে ধর্
খাঁচার ভেতর ভর
খাঁচা গেলো ভাইঙ্গা
ভয়কাতুরে
মাইয়া দিলো কাইন্দা।


মাইয়ার কান্না শুনে
আসলো জনগণে
ধরা পড়ে
খাঁচাওয়ালা কান্দে,
পড়ছে ভীষণ ফান্দে।


ছিলো শক্তিধর
করতো যে ফরফর
কিন্তু এখন
চৌদ্দ শিকের তলে,
ডিম থেরাপি চলে।


আইনের লম্বা হাত
ধরলে কুপোকাৎ
স্মরণ রেখো মনে
বলছে অধম
কবীর হুমায়ূনে।


১৮/০৬/২০২১
মিরপুর, ঢাকা।