তুমি পুরুষ সাত জলাশয় ডুব দিলেও শুদ্ধ রও,
একের অধিক দুই ঘাটেতে গেলে আমায় নষ্টা কও।
আমার শরীর আমার এ মন আমার মতোন চলতে দাও,
তোমার শাসন দেয়ালখানি অবহেলায় ভেঙ্গে নাও।
আমার আকাশ আলোয় ভরুক তীব্র সুখের বাতাসে,
ছিটাও কেনো মেঘ কালিমা আমার অমল আকাশে?
আমি নারী, তাই বলে কি শিকল দিয়ে বাঁধতে চাও?
নারীরও যে সত্ত্বা আছে এই কথাটি বলতে দাও।
আকাশ গাঙের স্বাতি আমি নিত্য জ্বলি আকাশে,
গহীন বনের কালো গোলাপ সুবাস ছড়াই বাতাসে।
বন্ধু আমার শুদ্ধ চেতন দুয়ার খুলে আয় বুকে,
রসের হাঁড়ি, মাতাল তাড়ি জড়িয়ে রাখি দিল-সুখে।