ধরণীতে জন্ম হলো মায়ের উদরে,
সে নারীকে অবহেলা করো কিবা করে?
নারী হলো সৃষ্টি-সেরা জগত-জননী,
আল্লার পরে তারই স্থান ধর্মগ্রন্থে শুনি।
সুকন্যার পিতা-মাতা স্বর্গের বাসিন্দা,
কেন তুমি সে নারীকে মিছে করো নিন্দা!
নারী ভার্যা, নারী ভগ্নি, নারী হলো মাতা,
জগতে আপনা তারা সবায় জানে তা'।
যে জাতি নারীকে কভু করে না সম্মান,
সেই জাতি ধ্বংস হবে বলেছে কোরান।
আল্লাহ স্বয়ং নবীকে জানালো কোরানে,
অমূল্য নারীর কথা ওহির বয়ানে।
'আমি যদি বলিতাম, এই পৃথিবীতে,
আমাকে ব্যতীত কাউকে প্রণাম করিতে।
বলিতাম সন্তানে সেজদা করো মা-কে,
হে মোমিন ভক্তবৃন্দ পাবে যে আমাকে'।
মায়েরই পায়ের তলে বেহেস্ত লুটায়,
এমন নারীকে কেবা কষ্ট দিয়ে যায়?
নারীকে যে জন ভাই করে না সম্মান,
জগতে সে জন জেনো পশুর সমান।  
নারীকে সম্মান করো প্রেমেতে দ্বিগুণ,
ভেবে চিন্তে বলে যায় কবীর হুমায়ূন।


২৯/১০/২০১৮
মিরপুর, ঢাকা।