এই ধরণীরে ছেড়ে চলে যাওয়া শাশ্বত ধারা জানি,
তবুও যে কেনো, কোন শান্তনা মানে না পরানখানি!
বিদায়ের সুর বড় সকরুণ দুঃখের শোকগাথা,
শত বেদনার রক্তিম ধারা তুলে আনে কতো কথা।
বুকের ভেতরে কতো স্মৃতি জমা, অতীতের কাল ধরে!
বিশ্ববিদ্যালয়ের থেকেই জমেছে থরে-বিথরে।
মনের মুকুরে ভেসে উঠে আজ হাজার স্মৃতির কথা,
কষ্টের মাঝে কষ্ট বাড়িয়ে তুলে আনে ব্যকুলতা।


বন্ধু নাজমা, বুকের ভেতরে বেদনার সুর বাজে,
হাসি মাখা সেই মুখখানি আর দেখতে পারবো না যে।
দীপ্ত চোখের হাসি মাখা রূপ, অফুরান প্রাণখোলা
হাসিতে মোহিত করেছো সবারে; সব র'লো আজ তোলা।
বিশ্বপিতার দরবারে করি আজি এই মোনাজাত,
দান করে যেন অপার দয়ায় ফেরদাউস জান্নাত।


১২/০১/২০২১
মিরপুর, ঢাকা।


আমার বিশ্ববিদ্যলয়িক সহপাঠী এবং বন্ধু বেগম নাজমা খানম, অতিরিক্ত সচিব, গতকাল ১২/০১/২০২১ তারিখ, মঙ্গলবার সকালে ইহধাম ত্যাগ করেছে (ইন্নলিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)। সে নির্বিরোধী, সজ্জন ও ভালো মানুষ ছিলো। দীর্ঘদিন যাবৎ সাহসের সাথে ক্যানসারের বিপরীতে যুদ্ধ করে আমাদের সাথে এ পৃথিবীতে ছিলো। কিন্তু এ করোনার করাল থাবা তাকে আমাদের মাঝে থাকতে দিলো না।