নেশার মাদক ধরে আছো তুমি
চোখের মণিতে। তাই দেখে, কম্পমান শিহরণ জাগে
প্রানের শোণিতে। এমনই জ্বলন্ত তুমি!
নিঃসীম আগুনে নদী পুড়ে ছাই; যতো ডুবি আমি
তোমার জলেতে, আরো ডুবে যেতে চাই।
ভালোবাসা পেলে নারী হয়ে উঠে চলমান নদী
আর পুরুষেরা জ্বলন্ত অঙ্গার;
জ্বলে যায় নিরবধি। তোমার নিপুণ হাত যেন
উর্ধ্বমুখী ফণার ভুজঙ্গ! ছোবলে ছোবলে বিষ ঢেলে দেয়
পোড়ায় নিস্তেজ অঙ্গ। অনন্ত বিলাসী এক অমৃতের স্বাদে
জড়াও আমাকে, দারুণ বিস্ময়ে!
জীবনের অবসাদে খুলে দাও কথার তোরঙ্গ;
সুবাসিত বকুল ফুলের মতোন ছড়িয়ে দাও।
বলো, এমন সুরভী, তুমি কোথা থেকে খুঁজে পাও?
শান্ত পুকুরের জলে এক অরূপ কৌশলে,
অমর্ত্য বালিকা!
নিরন্তর এসো ঢেউ তুলে,
বিশ্ব চরাচরে করুণ রাগিণী বাজে,
হাহাকার জেগে উঠে;
ধরে রাখি তারে সযতনের করপুটে।


৩১/০১/২০১৯
মিরপুর, ঢাকা।