প্রেমের রঙিন ঘুড়ি নীলাকাশে ওড়ে,
তা দেখে তুমি অনিদ্র, মিথ্যে অনুতাপে।
তোমার পবন চোখ দুঃখকষ্টে পোড়ে,
আশঙ্কায় কাঁপে ঠোঁট অবাধ্য সন্তাপে।
অবিশ্বাসে নেমে আসে দুঃখ রাশিরাশি,
দুর্বিসহ হয়ে উঠে মনুষ্য জীবন!
শোকগীতে ভরে উঠে সমুদয় হাসি,
মরন কামনা করে যখন তখন।


একটুখানি ভালোবাসা শস্যক্ষেতে আলো
ছড়িয়ে দেয়, খরাতে জলে ভরপুর
করে মাটির ধরণী। ঈষাণের কালো
মেঘ নেমে আসে, বাজে বৃষ্টির নূপুর।
নিবিড় প্রেমের ওম, সামান্য উত্তাপ;
শুষে নেয় জীবনের কষ্ট, মনস্তাপ।


২৭/১০/২০২০
মিরপুর, ঢাকা।