(হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি -
শেখ মুজিবুর রহমান।
তিনি বাঙালি-চেতনায় রাখাল রাজা।
আমার এ কাব্য-পংক্তিমালা তাঁকেই কেন্দ্র করে।)
-----------------------------------------------
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ;
অঙুলি হেলনে কাঁপিত শোষক আর বাংলার গাঁ -
দুখি মানুষের হৃদয়ের মাঝে জাগিত প্রত্যাশা;
শুয়ে আছো তুমি মধুমতি তীরে বাংলা-মায়ের তাজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
কোটি মানুষের প্রাণের বোধন জীবনে তুলিয়া ধরে,
অহোর্নিশি করিয়াছো ক্লেশ মহা-মহাজন ধড়ে;
লক্ষ মানুষ চেতনার মাঝে তুমিই রাখাল রাজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
ভাষার প্রশ্নে করোনি আপোষ শোষক-দ্রোহী কালা,
মায়ের কন্ঠে পরিয়ে দিয়েছো বৈজয়ন্তীর মালা;
বাংলা-মায়ের তেজিয়ান ছেলে করে গেছো ঠিক কাজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
শোষন কাঠামো ভাঙ্গা-প্রত্যয়ে জুলুমের জেল খেটে
গেছো, মৃত্যুমুখে করোনি আপোষ শ্রেষ্ঠ বাঙালি বটে;
অন্তরে ছিলো বাঙালি-মুক্তির বজ্রের আওয়াজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
ভেবেছিলো ওরা বুলেট ছুঁড়িয়া রুধিবে রক্ত-বান,
ততোদিন রবে মুজিবাদর্শ, যতদিন বাঙালি-প্রাণ
রবে পৃথিবীতে, বাংলাদেশের এ বাঙালির সমাজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
বাংলার ঘরে মাতম উঠেছে মুজিব মুজিব বলি’ -
আজোও তোমার আদর্শ-নামে যুবাপ্রাণ হয় বলী;
চোখেতে তাঁদের উজ্জ্বল জ্যোতি হৃদয়ে প্রেমের সাজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।