লোহা যখন তাতিয়ে লাল, মারো তখন ঘা,
প্রয়োজনের অস্ত্রশস্ত্রের অভাব হবে না।
জনরোষের আঘাত ফেরত দিতে নির্বাচনে,
দল বেঁধে সব ঘর ছেড়ে আয় বসতে রাজাসনে।
ভয় কিরে তোর? কী হারাবার আছেই বা তোর কি?
জীবন যে তোর সাদা-কালো পান্তাভাতে ঘি।
হাঁড়িকাঠের ভয় ছুঁড়ে ফেল কাঁপিস না আর ত্রাসে,
এবার জলের বাঁধে ভেঙে আয় থাক্ জনতার পাশে।
রাজায় যতোই বাইরে দেখাক প্রত্যয়ী তার সুর,
ভেতরে সে নড়বড়ে আর ততোটাই ফতুর।


০৬/০৪/২০১৮
মিরপুর,ঢাকা।