কিছু কিছু লোক থাকে পৃথিবীর মাঝে
নিজ প্রশংসায় মুগ্ধ নিজেদের মুখে,
স্বশংসার খই ফোটে যাচ্ছেতাইভাবে,
যতোসব কল্পকথা তুলে ধরে নিজে।
এখানে সেখানে, মঞ্চে, বৈঠকখানায়
বলতে বলতে ক্লান্ত হয়; তবুও হয় না
শেষ প্রশংসার অহেতুক জারিজুরি-
মানুষ-ভোলানো কথা, সত্য ও মিথ্যায়।


আমজনতা সব বোঝে; তারা কি জানে না?
মানুষেরা নিক্তি করে বোধের পাল্লায়।
লোহাকে প্রলেপ দিলে সোনারঙ দিয়ে
কার্যকরী মূল্যমান বাড়ে না যে তার।
নির্গুণের শংসাবাণী হাসির খোরাক
হয়ে নিত্য ব্যক্ত হয় মানুষের মুখে।


২৯/০৮/২০২০
মিরপুর, ঢাকা।