নির্ঝরিণীর ঘুম ভেঙ্গে গেছে আজ অকস্মাৎ-
জলের প্রপাত বন্ধনহীন বাহির হয়েছি পথে;
দু’কুল ছাপিয়ে জলোচ্ছ্বাস-ধারায় ভাঙ্গিবো বাঁধ
শ্যামলিমা গাঁয়ে চলিয়াছি আজ অরূপ সোনার রথে।
          তুলে নেবো আজ জনপদের সমস্ত অহংকার,
          কালিমা লিপ্ত অপ্রেমের সমূহ বন্ধন দেয়াল;
          ওরে তোরা দেখ, আলোর ঝলকানী হয়েছে দুর্বার-
          বিশ্ব জয়ের নেশায় জেগেছি- নির্ঝরের খেয়াল।
সোহাগীত ধারা- পলির বহর আনবো যে জনপদে,
উর্বর হবে মানব-লোকের ধুসর উষর ভূমি;
প্রেম আর বিশ্বাসের শুভ শুভ্রতার সংবাদে
ভাসাবো আজকে অন্ধকারের অপ্রেম গোয়ার্তুমি।
           নিরন্তর বিমল আলোর ধারায় ভাসাবো সকল,
           আমি হবো পৃথিবীর মঙ্গলময়তার হোমানল।