আজ নিঃশ্বাসের গন্ধ পাই!
আতর কর্পুর আর চা-পাতার বিমুগ্ধ বিলাস।
তাহলে, আমি কি ধুলোবালিছাই?
সংসারের ভেতরে থেকেও ক্রমান্বয়ে হচ্ছি লাশ।
কী কৌশলে সবাই এড়িয়ে চলে আজ!
এখন আমার প্রয়োজন কি ফুরিয়ে গেছে?
ভিক্ষুকের মতোন দিনকেদিন কমে যাচ্ছে লাজ,
প্রয়োজন মিটাবার জন্য ওদেরই কাছে
কাচুমাচু করে হাত পাতি;
যাদেরকে দিয়েছিলাম রক্তের শেষ বিন্দুকণা,
ভালোবাসা প্রেম আদর বৈভব সম্পদ-সম্পত্তি।
তারা কিছু দেওয়ার আগেই দেয় শতেক গঞ্জনা,
মুখ বুজে সহ্য করি;
এ অপরাহ্নের কালে কই যাবো আর!
দেহে জীবন থাকতে মনে মনে প্রতিদিন মরি,
ভালোবাসা-প্রেম সবকিছু মায়া, মিথ্যের সংসার।


২৩/০২/২০২১
মিরপুর, ঢাকা।