একদিন পৃথিবীটা স্বাভাবিক, শান্ত
হবে; করোনা হারাবে অন্ধকার কোণে;
চলে যাবে পৃথিবীরে ছেড়ে; কর্মক্লান্ত
মানুষের প্রেমে, শ্রমে, জ্ঞানে, কর্মগুণে।
সময়ের টানে আমরাও যাবো, হায়!
দূরে, অন্য পৃথিবীতে; করোনার ক্ষত
রয়ে যাবে; লেখা রবে অংকের খাতায়,
কোন দেশে কতজন হয়েছে নিহত!


কিছু কিছু মানুষের নাম লেখা রবে
ইতিহাসের দুর্দান্ত নায়কের মতো!
এ দুর্যোগকালে, যারা মৃত্তিকার ভবে
ভালোবেসেছিলো যতো অখ্যাত, দুর্গত।
'মানুষের জন্য আজ মানুষের প্রাণ'
নববর্ষে এই হোক অজর শ্লোগান।


১২/০৪/২০২১
মিরপুর, ঢাকা।