সমস্ত দোষ নন্দ ঘোষের, ব্যাংকারেরা নন্দ!
ঋণ খেলাপি ঋণের টাকায় করতাছে আনন্দ।
রাজনৈতিকের কৌশলে যে ঋণ খেলাপি ছাড়,
গ্যাঁড়াকলে আটকিয়ে যায় 'জ্বী-হুজুর ব্যাংকার'।


কেউ পারে না বিগ বসেরই করতে অর্ডার ডিনাই,
শেষকালেতে ধরা পড়েন ছোট ব্যাংকার তাই।
দুদক এসে মুলা-ঘাসে প্যাচায় যখন ভারি,
ছোট ব্যাংকার জেলেতে যায়, সমস্ত দোষ তারই।


ঋণ দিয়ে কে মজা লুটে, কে রাখে তার খোঁজ?
জ্বী-হুজুর ঐ ব্যাংকার সা'ব কান্না করেন রোজ।
নিচের দিকে পানি গড়ায়, সকল জনের জানা,
এই দুনিয়ায় সত্য কথা কইতে যে ভাই মানা!


০৯/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।