সত্যগুলো যায় পালিয়ে মিথ্যার গলি দিয়ে,
গরম গরম খবরগুলো যায় বুঝি চুপসিয়ে।
থাকলে টাকা হয় যে বাঁকা সরল সোজা পথ,
অসৎজনের সত্য বলার থাকে না হিম্মৎ।
আস্ত মানুষ লাশ হয়ে যায় হিংসা, বিদ্বেষ, ক্রোধে,
সত্য কথা বলতে কি রে তাড়না নেই বোধে?
ভাঁড়ার ঘরে মজুদ আছে তেলের বোতলরাশি,
রোম শহরে লাগছে আগুন নিরু বাজায় বাঁশি।


হায় মুনিয়া! এই দুনিয়া আজব খেলার স্থান,
সত্য ভুলে গায় সকলে পাপের জয়গান।
নষ্টজনের কলমগুলো হলদে পাখি হয়ে,
কিচিরমিচির কথা বলে, কিভাবে যাই সয়ে?
ওরে অধম, আর কতোদিন থাকবি সত্য ভুলে,
সকল হিসাব দিতেই হবে সুদে এবং মূলে।


০৩/০৫/২০২১
মিরপুর, ঢাকা।