দেখেছি তোমারে শ্যাম অশোকের বনে,
সবুজের সমারোহে পাখিদের সনে।
        অপরূপ রূপধারা
        নীল আকাশের তারা
ছুঁয়েছে এ ধরা যেন পরম যতনে;
সেই থেকে ভালোবাসি গোপনে গোপনে।


শরমে সে সব কথা করিনি প্রকাশ,
নিত্য গিয়েছি ছেড়ে দীঘল নিশ্বাস।
        বলিনি মনের কথা,
        বুকে যতো আকুলতা!
কেঁদে গেছে হাহাকারে বাড়ায়ে তিয়াস।
সে কি ছিলো কামনার ব্যর্থ প্রয়াস?


যুদ্ধ হয়েছে কতো ভাবনার সাথে,
কতোই ভেবেছি একা নির্ঘুম রাতে।
        বারবার ঘুরে ফিরে
        চলে এসো মনোতীরে;
ধীর পায়ে ফের তুমি ফিরে যাও প্রাতে;
স্বপন ভাঙার সুরে কাঁদি অভিঘাতে।


অব্যক্ত কথাগুলো শিশিরের মতো,
করুণ শব্দ তুলে ঝরে অবিরত।
        চারিদিকে হাহাকার
        করে যায় তোলপাড়
পড়ে থাকি নিঃসার মৃতদের মতো;
ফল্গুর স্রোতে বয় বেদনা সতত।


২৪/০২/২০২২
মিরপুর, ঢাকা।