তোমাকে দেখিনি কভু; তবু, খুঁজে যাই
ধ্যানে ধারণায়। শয়নে স্বপনে নিত‌্য
খুঁজে ফিরি, প্রভাতের অরুণ আলোয়;
ফুলের কুঁড়িতে মৌমাছির গুঞ্জরণে।
সীমাহীন নীল আকাশের নিহারিকা
মাঝে, সমুদ্রের বিশালতায়, উর্মির
কীরিট দোলায় খুঁজি মোহন আবেগে,
অন্তরের বেদনায় সশব্দ ক্রন্দনে।


তুমি কি অধরা কোন কবিতার কথা?
তাই, নিকষ আঁধারে নিজেকে গোপন
করে রাখো; লুকোচুরি খেলো নিরন্তর;
অন্তহীন উৎকণ্ঠা জাগাও হৃদয়ে।
অপ্রকাশ্য তুমি; তবুও, নৈবদ্য রাখি
বিবিধ কৌশলে, হৃদয়ের দ্বন্দ্ব ভুলে।


২৯/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।