নিত্য খুলে চিত্তখানি খুঁজি তোমায় বিত্তবান!
তোমার কাছেই জমা আছে আমার খ্যাতি বা সম্মান।
তুমি যদি নিরবধি ভালোবাসো খাস দিলে,
চমকে উঠে থমকে দাঁড়াই যমকে তাড়াই মুসকিলে।
মনের সকল চিন্তা-চেতন তোমার তরেই ঘুরছে আজ,
তোমার কাছেই হচ্ছে নত বিশ্বজয়ী রাজার তাজ।
কাব্যকথার সকল ব্যথায় তোমার নামেই সুর তুলি,
অধর তুমি ছবি আঁকো দিয়ে তোমার রং-তুলি।
যতো দেখি ততো লেখি, মন ভরে না আরো চাই!
তোমার অরূপ রূপের ঝলক ছলকে উঠে হামেশাই।
অগ্নিগিরির জ্বালামুখে, সাগর জলের ঊর্মিতে
দেখি তোমায় পাহাড় চূড়ায় আইলা-সিডর ঘুর্ণিতে।
শীতের শিশির মুক্তোদানায় তোমার ছবি হেসে যায়,
দেখছে না মন প্রকৃতিতে পানার মতোন ভেসে যায়।


১৪/১১/২০২২
মিরপুর, ঢাকা।