অদ্ভুত আঁধারে ডুবে যাচ্ছে
পারমানবিক পৃথিবীর মানুষেরা;
করুণ শঙ্খের মতো ভয়াবহ আশঙ্কায়,
মৃত্যুচিন্তা নিয়ে দিন যায়, রাত যায়।
ঘুম থেকে জেগে দেখি,
ভয়ানক অন্ধকার নামে ব্যস্ততম ঢাকার শহরে।
রিক্সা-বাস-ট্যাক্সি কিছু নেই, কোলাহলহীন;
মৃত সাপের মতোন পড়ে আছে দীঘল সরণী।
কাক-চড়ুই-শালিক বর্ণচ্ছটা মুছে দিয়ে,
বিবর্ণ বৃক্ষের ডালে, পাতার আড়ালে,
স্ফটিক আলোকে গোলাপী নদীর মতো
পাখা ঝাপটায়, স্বপ্রতিভায় গান গায়।

রহস্যের কীটপ্রায় করোনা সুন্দরী
নর্তকীর শ্রোণীর মতোন ঢেউ তুলে,
তার চরণে জড়ানো মায়ার নূপুর।
অপূর্ণ আকাঙ্খা নিয়ে
পৃথিবীর মানুষেরা চলে যাবে নক্ষত্রের দেশে,
এক অস্পষ্ট জগতে।
আমাদের বসন্তের রঙিন পৃথিবী
অতীতের ব্যপ্তি নিয়ে পাখিদের বহতা পাখায়
উড়ে যাবে বহুদূরে, অদ্ভুত আঁধারে।
সংক্রামক একখানা জীবাণু
ধরণীর মজবুত নির্মোক ধীরে ধীরে ভেঙে ফেলে,
স্বপ্নায়ত মানুষেরা আজ ক্লান্ত, বড়ো অসহায়!


২৭/০৩/২০২০
মিরপুর, ঢাকা।