অহংবোধের ধূলাবালি পড়ে যদি চোখে
        ধীরে ধীরে অন্ধ হবে
        একলা গৃহে বন্দী রবে
অন্ধকারের ছায়ামূর্তি দেখবে বিশ্বলোকে;
অহংবোধের ধূলাবালি পড়ে যদি চোখে।


অহংবোধের শেষ কণাটি দূর করে দাও আজ
        ভালবাসার ফল্গুধারা
        বইবে তখন বাঁধনহারা
বিশ্বলোকে হবেই তুমি মানব-সারতাজ;
অহংবোধের শেষ কণাটি দূর করে দাও আজ।


অহংবাদীর বন্ধু-সুজন হয় না কোনো জন
        জ্ঞান-গরিমার বালির দানা
        যা তোমাকে করছে কানা
ধুয়ে মুছে সাফ করে নাও, ওরে আমার মন;
অহংবাদীর বন্ধু-সুজন হয় না কোনো জন।


এই জীবনের শেষ ঠিকানা ভীষণ অন্ধকার!
        সফলতার চাবিকাঠি
        এক নিমিষে হবে মাটি
মানব প্রেমের দ্যুতি ছড়াও ছেড়ে অহংকার;
কারণ, তোমার শেষ ঠিকানা ভীষণ অন্ধকার।


২০/১০/২০২২
মিরপুর, ঢাকা।