অজর কবিতা তুমি, রৌদ্রমাখা দিনে
দুপুরের শঙ্খচিল; উদাম আকাশে
পাখা মেলে উড়ে যাওয়া সুদূর অচিনে।
পারিজাত মননের বসন্ত-বাতাসে,
অস্তিত্বের মাঠে দীপ্ত রাখাল ছেলের
মোহন বাঁশির সুর। জল টলোমলো
নদীর নাভিতে এক সুঠাম জেলের
জালে রূপালি ইলিশ, জোছনায় জ্বলো।


পৃথিবীর বারান্দায় নিথর দাঁড়িয়ে
দেখে যাই সেই মুখ; উজ্জ্বল আগুন
জ্বেলে বলেছিলো তার দু'হাত বাড়িয়ে,
'প্রিয়তম, এই বুকে অনন্ত ফাগুন'।
ঘোড়ার খুরের শব্দে পিছনে তাকাই,
মৃত্যুদূত তাঁর পিঠে, দেখি তুমি নাই।


২৬/০৫/২০২১
মিরপুর, ঢাকা।