কতো পণ করে মন প্রতিদিন ভোরে-
'ভালো কাজ করে যাবো সকলের তরে।
মানুষেরে ভালোবেসে সেবা করে যাবো,
ভুখা জনে দানা দিয়ে নিজে পরে খাবো'।


মোহে পড়ে বেমালুম ভুলে গিয়ে সব,
আপনার প্রয়োজনে করি উৎসব।
ভুলে যাই মানবতা, ভুলে যাই ঋণ,
পণ ভাঙা মন নিয়ে কাটে সারাদিন।


একদিন ভেঙে যাবে জীবনের হাট,
ধন-জন সব কিছু হবে যে লোপাট।
মানুষেরে ভালোবাসো চেতনে ও কাজে,
মরে গিয়ে বেঁচে রবে মানুষের মাঝে,


২৬/১২/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।