কেউ কখনো চায় না অকাল সূর্যাস্ত!
তবুও, বিস্ময়ে দেখি, অহরহ ঘটে
মানুষের পৃথিবীতে, নিয়মিতভাবে।
আমাদের কর্মময় রঙিন দিবসে
এবং ক্রমানুসারে সূর্যোদয় হয়;
উদ্দাম উর্মিল নৃত্যে, কৌতুক উৎসবে।
সহাস্য জীবনে জাগে বাঁচার প্রেরণা,
নিস্তব্ধ দুপুর-মৌন ক্রান্তিলগ্ন ক্ষণে।


অকস্মাৎ নেমে আসে সঘন শ্রাবণ
বিষাদ পরিক্রমায় আমাদের মাঝে,
ঢেকে দেয় সদ্য দীপ্ত দিবাকর-বিভা;
ঘন অন্ধকার নামে সজাগ চৈতন্যে।
চোখে-মুখে ভেসে উঠে মুনকার-নাকির,
কেয়ামত আমলনামা হাশর কাউসার।
সময় পায় না আর; অকাল সূর্যাস্তে
ভেসে যায় জীবনের সকল হিসাব।


২৭/০৬/২০২০
মিরপুর, ঢাকা।