যেদিকে তাকাই, অপরূপ রূপে শুধু তাঁরে দেখি;
দেখি, তাঁর অনিন্দ্য রূপের বাহার;
যতো দেখি তাঁরে দু'নয়ন ভরে, ততো সাধ বাড়ে;
আরো দেখিবার লোভ হয় হৃদয়ে আমার।
কতো রূপ তাঁর বলবো কি আর!
হাজার রূপের ঝর্ণা বহায় আলো ও অন্ধকারে;
রূপ যেন তার অঝর ধারায় চুঁয়ে চুঁয়ে পড়ে-
আকাশে-বাতাসে আর এই পৃথিবীর সাগরে-পাহাড়ে।
সূর্যতে দেখি- অমিত শক্তি! সে যে তাঁর রূপধারা।
চন্দ্রতে দেখি- অপার মহিমা! অতি বড়ো মনকাড়া।
দেখি, জলে-স্থলে, অন্তরীক্ষে, মরু-জঙ্গলে
অনন্ত রূপ সুখকর সুধারাশি।
অখণ্ড রূপ খণ্ডিত করে ছড়িয়ে দিয়েছে,
যতো দেখি তারে দৃষ্টিকে মেলে
পরাণ ভরে না; দেখি, আর ভালোবাসি।


০২/১০/২০২২
মিরপুর, ঢাকা।