শোনো, বলি বন্ধুগণ, কিছু সত্য কথা,
মানুষের এ জীবন নহে বাতুলতা।
মুখে এক কর্মে ভিন্ন যাহার অন্তরে,
তার মতো অমানুষ নাহি যে ভূধরে।


অপরের দোষ-ত্রুটি দেখে যারা চোখে,
গালভরা কথা বলে হাসি মাখা মুখে।
অগোচরে মন্দ বলা যাদের স্বভাব,
ভদ্রতা জ্ঞান তাদের যথেষ্ঠ অভাব।


অর্থলোভী গৃধ্র যারা সুযোগ সন্ধানী,
পঁচাডোবা আস্তাকুড়ে থাকে তারা জানি।
সে মানুষই মন্দ অতি জানিও ভুবনে,
ঘৃণ্যতর জীব তারা সকলে তা জানে।


কেউ কেউ মিষ্টভাষী সবার সম্মুখে,
পিছনে কুৎসা রটায় আনন্দিত সুখে।
মিছরির ছুরি তারা বড়ো যে খারাপ,
অন্তরে কালি তাদের নাহি মনস্তাপ।


উপকারীর অপকার করে যেই জন,
অধম ও কৃতঘ্ন সে জানে সর্বজন।
সাধু সেজে যে মানুষে করে চৌর্যবৃত্তি,
সর্বকালে সর্বজনে অধম সে অতি।


অপরের দোষ-ত্রুটি দেখিও না চোখে,
কার্যক্ষেত্রে ভুল হলে বলে দিও মুখে।
অন্যকে তাচ্ছিল্য করে সুখ খুঁজে নেয়া,
মনে রেখো, তাকে শুধু শুধুই কষ্ট দে'য়া।


যে মানুষে দোষ দেখে অপরের শুধু,
সে মানুষ মন্দ অতি মুখে যতই মধু।
কবীরের মর্মবাণী- শোন দিয়ে মন,
এ জীবন তুচ্ছ অতি রাখিও স্মরণ।


২৮/১০/২০১৯
মিরপুর,ঢাকা।