যতো কিছু দেখিতেছো, মনে রেখো, তা' তোমার নয়।
আকাশের চাঁদ-তারা, পৃথিবীর জল, রসময়
অপরূপ নারী আর ছেলে-মেয়ে, যৌবনের ধারা;
কিছুই তোমার নয়; চলে যাবে সব কিছু ছাড়া।
দেখেছি, রাজা-সম্রাট, পৃথিবীতে প্রচণ্ড প্রতাপ!
সব কিছু ছেড়ে তারা চলে গেছে ভুলে মনস্তাপ।
রাজ্যজয়, যুদ্ধ, রক্ত, ক্ষমতার দাপট ভীষণ!
কিছুই নেইকো আজ, সব কিছু কেড়েছে মরণ।


তুমি যদি বাঁচতে চাও মানুষের মননের ঘরে;
অনাবিল প্রেম দাও দুঃখবতী মানুষের তরে।
সঞ্চিত মেধার শক্তি করে দাও নিখুঁত বণ্টন,
কখনো করো না লোভ, শক্তিবলে পরস্ব হরণ।
পূতঃ জ্ঞান-দীপশিখা জ্বেলে দাও বঞ্চিতের তরে,
মৃত্যু হলেও তোমার, রবে তুমি তাদের অন্তরে।


২২/০৯/২০২২
মিরপুর, ঢাকা।