এখানে পাথুরে জমি! ওইদিকে জলবতী নদী
নিরন্তর বয়ে যায়। রৌদ্রদগ্ধ দুপুরবেলায়
বিষন্নতায় ঘিরেছে আমায়। ওপারে যাই যদি
ছলেবলে বা কৌশলে, সুখ-শান্তি পাবো; এ আশায়
বেলাবেলি দ্রুতলয়ে প্রাণপণে হাঁটি। কিন্তু, হায়!
নদীতে কুমির ভাসে, মরি ত্রাসে। উত্তাল জলধী
তরঙ্গভঙ্গের স্রোতে উন্মাদের মতো ছুটে যায়;
হতাশায় এইপারে বসে কাঁদি বিকেল অবধি।


অলীক ভাবনা যতো- স্বপ্নময় জীবনের শান্তি,
আনন্দের সুখরাশি ওপারেতে বিসারিত রয়
স্তরে স্তরে। মানুষের ভাবনার এসকল ভ্রান্তি
পরিহার করে নিলে, সুখ-শান্তি মিলিবে নিশ্চয়।
পাথুরে জমির তলে জলধারা বহে নিরন্তর,
ধরণীতে খুঁজে নেয় যেজন তা', সেই-তো অমর।


১৬/০২/২০২২
মিরপুর ঢাকা।