মোহিত করেছে এই পৃথিবীর আলো বায়ু নদীজল,
সৌন্দর্যের মনোরম ছবি সুগন্ধি ফুল-ফল।
পাখিদের গান, অবাধ আকাশ, ভোরের বিবস্বান,
বুক ভরে পেতে এই পৃথিবীতে আনচান করে প্রাণ।
পৃথিবীর মায়া আষ্টেপৃষ্ঠে বেঁধেছে আমার মন,
ছেড়ে যেতে তারে অন্য কোথাও বুকে বাজে ক্রন্দন।
পৃথিবীর রূপ অপরূপ হয়ে মোহিত করেছে, ওরে,
এ সকল কিছু ছেড়ে যেতে হবে ব্যথা বাজে অন্তরে।
মরিতে চাহি না, চিরকাল ধরে বাঁচিবার করি আশা:
তবুও, কালের নিয়মে যে আসে মরণ সর্বনাশা।
জীবনের প্রীতি-প্রেম-ভালোবাসা অপূর্ণ রেখে সব,
চলে যেতে হবে অজানার দেশে শেষ করে কলরব।
হায়! জীবনের অপূর্ণতায় জীবন হবে রে শেষ!
পঞ্চভূতেতে মিশে যাবে সব রবে নাতো কোন লেশ।


২১/১১/২০২২
মিরপুর ঢাকা।