লালসার জলে ভেসে গেলে মন ধ্বস নামে পূত-প্রেমে,
মানুষ নামের পবিত্রতার মূল্য দিবে না শ্যামে।
জগতে কি শুধু ভোগ-বিলাসের রিরংসারই পাপ?
স্বর্গ-প্রেমের যবনিকা হলে বাড়বে মনস্তাপ।


অমল আকাশে প্রেমের জোনাক মর্ত্যে খেলিছে হায়!
নষ্ট প্রেমের ধার্ষ্ট্যামীতেই এ পরান তড়পায়।
জীবন-অংক বড়োই জটিল সহজে মিলে না আর,
চলছে জীবন, চলবে এমন সে এক চমৎকার!


খোদার রাজ্যে কেমন এ ক্ষুধা অনন্ত বিলাসিতা!
রাম-লক্ষ্মণে রাজ্য চালায় বনবাসী হয় সীতা।


২৭/০১/২০১৯
মিরপুর, ঢাকা।