ছিন্ন করে সমাজের সকল বন্ধন
ভ্রুকুটি হেনেছো তুমি ধরণীর বুকে;
গন্ধমালা, অলঙ্কারে সুশোভিত হয়ে
এলে স্নিগ্ধ মনোহরা ফুল্ল স্মিতমুখে।
উর্বশী মেনকা রম্ভা স্বর্গ অপ্সরারা
নহে তুল্য, দ্যুতিময়, তোমার সমান!
কুঞ্চিত কোমল দীর্ঘ কৃষ্ণ-কেশরাশি,
স্বতেজে উজ্জ্বল তারা যেন দীপ্তিমান।


রুদ্ধশ্বাসে চেয়ে থাকি বিমুগ্ধ নয়নে
মনোহারিণী, কল্যাণী, অনন্ত প্রিয়তি;
রহস্যের বসুন্ধরা যদি ইন্দ্রপুরী
হয় তোমার প্রভায়, কি এমন ক্ষতি?
নিরন্তর প্রতীক্ষায় মানুষের মন,
তেজদীপ্ত মানুষীর পেতে পরশন।


১২/১২/২০১৯
মিরপুর, ঢাকা।