(বন্ধু মিমি সেন-এর প্রতি, কবিতাটি)
-------------------------------
অন্ধকার ভেঙে এসো আলোর ভুবনে,
জ্ঞানের মিছিলে, স্বপ্ন-বর্ণিল উৎসবে,
মৃত্যুর উপত্যকায় নৈঃস্বর্গ-সৌন্দর্যে;
জীবনের ইন্দ্রধনু সাজিয়ে, গৌরবে।


বাঁচার আনন্দধারা- হীরা মণি পান্না,
অন্তরঙ্গ পরিক্রমা, উর্মিল হাওয়ায়
ভেসে যায়, সূর্যাস্তের রঙিন দিগন্তে;
তুমি-আমি বসে আছি হিমেল দাওয়ায়।


আনন্দ জঙ্গমে দেখি উদ্ভিদের মূলে,
শরীরে, গজিয়ে উঠে বিষাক্ত বেদনা;
নির্জন পথের শেষে, স্বপ্নভারাতুর
নিঃসঙ্গ শহরে আনে প্রেমের রসনা।


কতোদিন পরে এলে, ধনঞ্জয়ী তুমি!
রসসিক্ত করে গেলে রুক্ষ্ম মরুভূমি।


২৯/০৬/২০২০
মিরপুর, ঢাকা।