চোখ বন্ধ করে দিলে চারিদিকে অন্ধকার নামে;
ঘন কালো অন্ধকার! তখন যে বড়ো ভালো লাগে।
রুচিবিরোধী কদর্য বিভৎসতা ঘুরে ডানে-বামে;
তা' দেখতে হয় না চোখে, বারবনিতার অনুরাগে।
রাজনৈতিক অঙ্গনে জঘন্যতা- মৃত্যু-মৃত্য খেলা!
এখন মিছিলে নেই শিষ্ট-শব্দ, শৈল্পিক শ্লোগান;
রাজ-ক্ষমতার জন্য বিশ্রীভাবে করে অবহেলা
সুকুমার অর্থশাস্ত্র, শিষ্টাচার, মানব-সম্মান।


অন্ধকার! নেমে আসো, ঢেকে দাও চরাচর, সব;
নিষ্ঠুর সাপের চেয়ে মানুষেরা বড়ো বেশি খল!
নৈতিকতাহীনভাবে নিত্য করে রক্তের উৎসব;
ক্ষোভে, অশ্লীল আক্রোশে পরস্পর করে যায় ছল।
তবুও, আশায় থাকি, হবে তেজদীপ্ত উচ্চারণ-
'মানুষ মঙ্গলে হবে আলোকের শুভ উদ্বোধন'।


২৮/০৯/২০২২
মিরপুর, ঢাকা।