বিশ্ব দোলে চৌদোলে তার, শিশু দোলে দোলনাতে,
সূর্য দোলে, চন্দ্র দোলে, সাগর দোলে দিনরাতে।
বৃক্ষ দোলে সমীরণে, চিত্ত দোলে প্রেম-ঘাতে,
সৃষ্টিছাড়া বৃষ্টি এসে ভাসায় ভুবন এক রাতে।
কাব্যকথায় কবি দোলে, পদ্যে মিলায় ছন্দসুর
শব্দ তখন নৃত্য করে, শুনতে লাগে খুব মধুর।
জগত সেরা কাব্য লেখক রবীন্দ্রনাথ, নজরুলে
ছন্দ মানার কবি ছিলেন, দেখো কবি চোখ খুলে।
আধুনিক সব কবিরা কয়, ভাবের কথায় পাকাও হাত!
কাব্যকথায় ছন্দ নাকি ভাবকে করে কুপোকাৎ!
ছন্দছাড়া লিখেন নাকি ঐ জীবনানন্দ দাশ,
তাইতো তিনি আধুনিকের পথ প্রদর্শক কবি খাস।
হায় আধুনিক! নাও জেনে ঠিক 'জীবন' বাবুর কবিতায়,
ছন্দ সুরের গন্ধ মেখে কাব্য লক্ষ্মী দোল-খেলায়।
ছন্দবিহীন কবি হওয়ার বাসনাটা খুব সোজা-
অমাবস্যার অন্ধকারে গহীন বনে সুই খোঁজা।


১১/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।