অন্ধকারে নক্ষত্রের মতো জেগে উঠে
তোমারই মুখ; কেঁপে উঠে সমুদ্রের
উত্তাল তরঙ্গ তালে, ঘন আঁধারের
কৃষ্ণ গহ্বরে অনন্য দীপ্তিচ্ছটা ফুটে।
প্রেমময় হৃদয়ের কাছে যাই ছুটে;
চারিদিকে বিহ্বলতা, দূরে অমৃতের
সুধা ঝরে ধরণীতে, দেখিয়াছি ঢের;
কেউতো রাখে না ধরে প্রেমী করপুটে।


বিমল প্রণয়িনীর আশ্চর্য প্রতীতি
ছিঁড়ে ফেলে জীবনের নষ্ট ইন্দ্রজাল।
তাই, কুয়াশার মতো সকাল-বিকাল
তোমার পাশেতে রই; দুরন্ত প্রিয়তি!
হৃদয়-খাতাতে লিখি তোমারই নাম;
ভাবি না কভু, কি হবে শেষ পরিণাম!


২১/০২/২০১৭
মিরপুর, ঢাকা।