ভালোবাসা দিতে জানলে, জানিও, পাথরেও প্রাণ ফিরে পাওয়া যায়,
ও রাজাধিরাজ! এতো ভালোবাসা, কোত্থেকে তুমি শেখালে আমায়?
প্রাণ থরথর ভুলে গিয়ে ডর ছাড়ি বাড়ি-ঘর তোমার আশায়,
পলাশে শিমুলে পারিজাত ফুলে তোমারই নয়নে রূপ ঝলসায়।


আহা মরি মরি! কিভাবে কী করি? চঞ্চলমতি আশা ভেসে যায়,
রবি ডোবে গেলে চাঁদ না উঠিলে, দীপ জ্বেলে যায় জোনাকি পোকায়।
যতোবার বলি- ভালোবাসি প্রিয়, শুধু ভালোবাসি, প্রিয় তোমাকেই,
ততোবার তুমি দূরে চলে গেছো, নীরব হয়েছো ভুলে আমাকেই।


বারবার চাই হাত দু'খানাই, জড়াও আমাকে ভালোবাসা দিয়ে,
মায়াভরা চোখে তুলে ধরে বুকে একবার কও- 'ওগো মোর প্রিয়ে!
তুমি যে আমার কবিতার সুর, একাকীত্বের মোহন মুরালী,
অন্ধকারের পূর্ণিমা-চাঁদ, ভালোবাসা মাখা খুশির দেয়ালি'।


মুগ্ধতা এনে চেয়ে থাকি শুধু তোমার চোখের উজল তারায়,
ভিজাও আমাকে মমতা মাখানো ঘন বর্ষার জলের ধারায়।
উল্লাসে হাসি ভালোবাসাবাসি পাথরে ফোটায় অমূল্য ফুল,
সুপ্রভাত দেখি পৃথিবীর বুকে; অনিন্দ্য! তুমি তোমারই তুল।


২০/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।