যখন তোমার সাথে আমার হবে দেখা,
তখন আমার শেষ হবে যে কাব্য লেখা।
অনেক কথার শব্দ দিয়ে তোমার ছবি
নিত্য আঁকি; তাই, হয়েছি পাগলকবি।
টেলিফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে,
কল দিয়ে কও অনেক কথা এই আমারে।
একলা যখন বসে থাকি ভাবি তখন,
কেনো তুমি নিত্যদিনই করো এমন?
কথা বলো, ছবি পাঠাও দাও না দেখা,
অনলাইনে নাম নিয়েছো 'চন্দ্রলেখা'।
তাইতো, আমি দিনে-রাতে কাব্য করি,
সুখের কথার শব্দ দিয়ে তোমায় স্মরি'।
কাব্য কথার রানী তুমি কল্পনাতে,
স্বপ্নে এসে সামনে দাঁড়াও নিশুত রাতে।
অনেক চাওয়ার পরে তুমি দাও ঠিকানা,
পুলকিত হয়ে আমি দেই রওয়ানা।
তোমার দেয়া ঠিকানাতে গিয়ে দেখি,
তুমি এবং ওই ঠিকানা সবই মেকি!
সকল ছিল ছলচাতুরি এখন বুঝি,
তবুও, আজ কাব্যকথায় তোমায় খুঁজি।
চন্দ্রলেখা! স্বরূপ ধরে সামনে দাঁড়াও,
প্রতিশ্রুত ভালোবাসায় হাতটি বাড়াও।


৩০/১১/২০২২
মিরপুর ঢাকা।