কখনো বোঝনি তুমি সুখ কী জিনিস!
পার্থিব ধন-সম্পদ সুখের আকর,
নিরন্তর ভেবে গেছো প্রতি অহর্নিশ;
হয়তো জানোনি তাই সুখের খবর।
অহংবোধের বিক্রম অনাচার হলে,
সুখের ললিত পাখি উড়ে যায় দূরে।
স্রোত বন্ধ হলে জীবন নদীর জলে,
ঘর পরিণত হয় ধু-ধু বালুচরে।


ভুল পথে চলে গেলে, ফিরে আসা দায়
জীবনের মূল স্রোতে; স্বাভাবিক মনে।
তবুও, বিচিত্ররূপী এই দুনিয়ায়
কত কিছু হয়ে যায়, শত অঘটনে।
সহিতে পারি না এতো অবহেলা আর,
কারাগার মনে হয় মিথ্যের সংসার!


০৯/১২/২০২২
মিরপুর ঢাকা।