(ফরাসি ট্রায়োলেট ( Triolet) পুনরোক্তিমূলক আট চরণের কবিতা।
যা এক স্তবকে প্রকাশিত হয়ে থাকে। এর মেলবন্ধ- ABaAabAB )।


মন্থরে বলেছিলো সে স্বপ্নভঙ্গ স্বরে;
অনুরাগের প্রিয়তি গভীর নিশিথে
চোখ মেলে অন্ধকারে- 'ভালোবাসো মোরে';
মন্থরে বলেছিলো সে স্বপ্নভঙ্গ স্বরে।
'চলো যাই দূরদেশে সবকিছু ছেড়ে
যেখানে কুসুমকলি ফুটেছে বীথিতে'।
মন্থরে বলেছিলো সে স্বপ্নভঙ্গ স্বরে;
অনুরাগের প্রিয়তি গভীর নিশিথে।


২৬/০৫/২০২১
মিরপুর, ঢাকা