যে কথা বলেনি কেউ জগত সংসারে,
যে ভাব জাগেনি মনে সাধারণ জনে;
সে-ই কথা বলে কবি শব্দের ঝংকারে,
নিত্য ছুটে যায় নতুনের অন্বেষণে।
শিশিরের শব্দ শোনে গভীর স্বননে,
নিস্তব্ধতা খুঁজে পায় হাটে ও বাজারে;
দুঃখ চিরে সুখ আনে আপনার মনে;
এমন চেতনা যার, কবি বলে তাঁরে।


কখনো প্রিয়ার চোখ পাখিদের নীড়
হয়ে মর্ত্যে হেসে ওঠে আশ্চর্য কলমে!
রোদের তুমুল গন্ধ পায়, তারা ভিড়
করে অজস্র ধারায়, যায় না তা কমে।
আচানক ভাবনায় ডুবে থাকে কবি,
রং-তুলি-জল ছাড়া এঁকে যায় ছবি।


০৭/০২/২০২৩
মিরপুর ঢাকা।